যমুনা নদীর পানি বৃদ্ধির মধ্যে ড্রেন রেগুলেটর ভেঙে ভারতের রাজধানী শহর দিল্লির ব্যস্ততম আইটিও মোড় প্লাবিত হয়েছে।
এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে রেগুলেটর ভাঙ্গার বিষয়টি জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ড্রেন রেগুলেটর ভেঙে যাওয়ায় আইটি মোড় প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতে রেগুলেটর দ্রুত মেরামতে সেনাবাহিনী ও উদ্ধারকর্মীদের সাহায্য নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
কেজরিওয়াল জানান, দিল্লির রিং রোডে ইন্দ্রপ্রস্থ বাস ডিপো এবং ডব্লিউএইচও ভবনের ১২ নম্বর ড্রেন রেগুলেটর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভেঙে যায়। এ কারণে যমুনার পানি আইটিও ও আশপাশের এলাকায় প্রবেশ করে।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ও দিল্লি জল বোর্ডের চেয়ারম্যান সৌরভ ভরদ্বাজ বৃহস্পতিবার রাতভর রেগুলেরটি মেরামতে তৎপরতা চালান, কিন্তু তাতে ব্যর্থ হন তারা।
পরিস্থিতি পর্যবেক্ষণে গত রাতে আইটিও মোড় ও ডব্লিউএইচও ভবন এলাকায় দুটি ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্স মোতায়েন করা হয়।
আইটিও ব্যারেজ এলাকায় কিছু স্লইস গেটে পানি জমে গিয়েছিল। জলজট অপসারণে রাতভর কাজ করেছে প্রকৌশলীদের দল। সে দলটিকে এখনও স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
এদিকে ভারতের ওল্ড রেলওয়ে ব্রিজ (ওআরবি) এলাকায় যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। সকাল ৯টায় পানি সমতল ছিল ২০৮ দশমিক ৪০ মিটার।
বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার কারণে দিল্লি সরকার স্কুল, কলেজ, শ্মশান, এমনকি পানি শোধনাগারগুলোও বন্ধ করে দিয়েছে।