বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ন্যাটোর সদস্য হওয়ার যোগ্য ইউক্রেন: এরদোয়ান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ জুলাই, ২০২৩ ১৭:২৮

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য। তবে এ দুপক্ষের (রাশিয়া-ইউক্রেন) উচিত শান্তি বজায় রেখে আলোচনায় বসা।’

ন্যাটোর সদস্য হতে ইউক্রেনের চেষ্টাকে তুরস্ক সমর্থন করে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে তার আগে যুদ্ধ থামাতে ‘শান্তি প্রচেষ্টায়’ ফিরে আসার আহ্বান জানান তিনি।

শনিবার সকালে ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য। তবে এ দুপক্ষের (রাশিয়া-ইউক্রেন) উচিত শান্তি বজায় রেখে আলোচনায় বসা।’

তিনি আরও বলেন, ‘একটি সুষ্ঠু শান্তি আলোচনায় কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হয় না।’

জেলেনস্কি এরদোয়ানকে তার এ সমর্থনের জন্য ধন্যবাদ জানান, মঙ্গলবার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগেই এ ঘোষণা এল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এরদোয়ানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এক টুইটবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। শান্তি রক্ষার এ সূত্র আমাদের দেশ, জনগণ ও আমাদের স্বার্থ রক্ষা করছে।’

ইউক্রেনের এ নেতা তার দেশকে পশ্চিমা সামরিক জোটে যোগদানের আমন্ত্রণ জানানোর জন্য তদবির করছেন এবং যুক্তি দিয়েছিলেন যে, ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের প্রতিরক্ষার শেষ ভরসা হয়ে উঠেছে।

সামরিক জোটের ১১ ও ১২ জুলাইয়ের শীর্ষ সম্মেলনের আগে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের জন্য সমর্থন আদায়ে এ সপ্তাহে জেলেনস্কি চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং বুলগেরিয়া সফর করেন।

তিনি প্রাগে ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাটোতে যোগদানের জন্য সমর্থনের অঙ্গীকার আদায় করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সদস্যপদ পেতে সোফিয়া সফরে সমর্থন পান তিনি।

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গও ইউক্রেনের সদস্য হওয়ার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি আবারও নিশ্চিত করেন।

তবে ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির সময়সীমা এখনও অস্পষ্ট।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র ইউক্রেনের জোটে শিগগির যোগদানের আশাকে ম্লান করে দিয়ে বলেছে, এ সপ্তাহের ন্যাটোর বৈঠকে সদস্যপদের জন্য ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হবে না।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, ‘ভিলনিয়াস শীর্ষ সম্মেলন সদস্যপদ অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে, তবে ইউক্রেনের ন্যাটোতে সদস্যপদ পাওয়ার আগে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে।’

ইউক্রেন কখন, কীভাবে এবং কোন পরিস্থিতিতে এ জোটের সদস্য হতে পারে তা নিয়ে ইতিমধ্যে ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। জার্মানির মতো সদস্য দেশ জোর দিয়ে বলেছে, ন্যাটোর সদস্য হতে হলে সামরিক-বেসামরিক বাহিনী এবং গণতান্ত্রিক নিয়ন্ত্রণের অধীনে থাকাসহ আরও কিছু শর্ত ইউক্রেনকে পূরণ করতে হবে।

লিথুয়ানিয়ার রাজধানীতে শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে ঠিক কী প্রস্তাব দেয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধকালীন কিয়েভের ন্যাটোতে যোগ দিতে সক্ষম হওয়ার সম্ভাবনা কম।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ন্যাটোতে যোগদান মেনে নেবেন না বলে আগেই ঘোষণা দিয়েছেন। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে মস্কোর পক্ষ থেকে যে কোনো কঠোর সামরিক পদক্ষেপ নেয়ার হুমকিও রয়েছে।

এ বিভাগের আরো খবর