দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের দুই যুবক নিহত হয়েছেন।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির বিবৃতিতে বলা হয়, পুরান নাবলুস থেকে দুটি মরদেহ স্থানান্তর করা হয়েছে।
নিহত দুজন হামজা মকবুল ও খাইরি শিরিন বলে জানিয়েছে ফিলিস্তিনভিত্তিক সংবাদ সংস্থা ওয়াফা।
সংবাদ সংস্থাটি জানায়, দুজনকে গুলি করে হত্যার আগে ইসরায়েলি বাহিনী একটি বাড়ি ঘেরাও করে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে পুলিশের ওপর বন্দুক হামলায় সন্দেহভাজন ছিলেন ওই দুজন।
আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের গুলিতে তিনজন আহত হন।
এর আগে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, পুরান নাবলুসে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বিশেষ বাহিনী। এর ফলে ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বাধে।
পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১২ ফিলিস্তিনি নিহত ও ১৪০ জন আহত হওয়ার দুই দিনেরও কম সময়ের মধ্যে নাবলুসের ঘটনাটি ঘটল।
ক্রমবর্ধমান সশস্ত্র প্রতিরোধ দমনে ২০২১ সালের জুন থেকে প্রতিনিয়ত পশ্চিম তীরে তল্লাশি অভিযান চালাচ্ছে ইসরায়েল, যাতে প্রাণহানি হচ্ছে ফিলিস্তিনিদের।