বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তেল উত্তোলন কমাবে সৌদি, রাশিয়া, আলজেরিয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ জুলাই, ২০২৩ ১৭:১৫

সৌদি আরব তেল উৎপাদন হ্রাস আগস্ট পর্যন্ত বর্ধিত করেছে। রাশিয়া তেল রপ্তানি দৈনিক পাঁচ লাখ ব্যারেল কমানোর পরিকল্পনার কথা জানিয়েছে। এ ছাড়া আলজেরিয়া অপরিশোধিত উৎপাদন দৈনিক আরও ২০ হাজার ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরব, রাশিয়া ও আলজেরিয়া জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে সমর্থন দিয়েছে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক।

জোটের মন্ত্রীরা বুধবার ওই সিদ্ধান্তে সমর্থন জানান।

ওপেকের ১৩ সদস্য রাষ্ট্রের মধ্যে সৌদি আরব, আলজেরিয়া এবং তেল উৎপাদনকারী ২৩ দেশের জোট ওপেক প্লাসের মধ্যে রাশিয়া তেল উৎপাদন হ্রাস করবে।

এর আগে সোমবার সৌদি আরব উৎপাদন দৈনিক এক মিলিয়ন ব্যারেল হ্রাস আগস্ট পর্যন্ত বর্ধিত করে।

রাশিয়া আগস্টে তেল রপ্তানি দৈনিক পাঁচ লাখ ব্যারেল কমানোর পরিকল্পনার কথা জানিয়েছে। এ ছাড়া আলজেরিয়া আগস্টে অপরিশোধিত উৎপাদন দৈনিক আরও ২০ হাজার ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

ওপেকের দপ্তর জানায়, বুধবার ভিয়েনায় অষ্টম ওপেক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকারী ওপেকের জ্বালানি ও তেলমন্ত্রীরা সৌদি আরবের সিদ্ধান্তের জন্য ‘তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন’ এবং সর্বশেষ ঘোষণার জন্য রাশিয়া ও আলজেরিয়াকে ধন্যবাদ জানান।

সম্মেলনের সাইডলাইনের বৈঠকে মন্ত্রীরা বাজারের অবস্থা পর্যালোচনা করার সুযোগ নেন এবং স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ তেলের বাজারকে সমর্থন করার জন্য তাদের অব্যাহত প্রচেষ্টায় ইতিমধ্যে গৃহীত ব্যবস্থার মাধ্যমে তাদের ওপেকের বাইরের (ওপেক প্লাস) প্রতিপক্ষদের সঙ্গে পরামর্শ চালিয়ে যেতে সম্মত হন।

অষ্টম ওপেক আন্তর্জাতিক সম্মেলনে ওপেক প্লাস দেশ এবং তেল-ভোক্তা দেশগুলোর মন্ত্রীরা, পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, তেল ও জ্বালানি কোম্পানি, শিক্ষাবিদ এবং অন্যান্য শিল্প বিশেষজ্ঞ প্রতিনিধিরা অংশ নেন।

ওপেকের পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries. ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর তেল উৎপাদনকারী পাঁচটি দেশ সংস্থাটি গঠন করে। বর্তমানে এর সদস্য রাষ্ট্র ১৩। জ্বালানি তেলের বৈশ্বিক বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর সুবিধা নিশ্চিতে কাজ করে ওপেক।

এ বিভাগের আরো খবর