মস্কোতে সামরিক নেতৃত্বকে উৎখাতে গত মাসে বিদ্রোহ করা ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ায় চলে গেছেন বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
স্থানীয় সময় বৃহস্পতিবার লুকাশেঙ্কো সাংবাদিকদের এ তথ্য জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাশিয়ায় সশস্ত্র বিদ্রোহের অবসানের লক্ষ্যে চুক্তিতে মধ্যস্থতা করেন লুকাশেঙ্কো। গত ২৭ জুন তিনি জানিয়েছিলেন, ২৪ জুন হওয়া চুক্তি অনুযায়ী বেলারুশে এসেছেন প্রিগোজিন।
লুকাশেঙ্কো আজ সাংবাদিকদের বলেন, ‘প্রিগোজিনের বিষয়ে বলব, তিনি সেন্ট পিটার্সবার্গে (রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর)। তিনি বেলারুশের ভূখণ্ডে নেই।’
ফ্লাইট ডেটা ট্র্যাক করে রয়টার্স জানতে পেরেছে, প্রিগোজিন সংশ্লিষ্ট একটি বিমান বুধবার মস্কোর উদ্দেশে সেন্ট পিটার্সবার্গ ছাড়ে। এটি বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল।
ওই বিমানে ওয়াগনারের প্রধান ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
লুকাশেঙ্কো জানান, বেলারুশে ওয়াগনারের কিছু সেনাকে রাখার প্রস্তাব এখনও বহাল আছে।
বেলারুশে ওয়াগনারের সেনা রাখাকে দেশটির জন্য ঝুঁকি হিসেবে দেখেন না লুকাশেঙ্কো। তার বিশ্বাস, বেলারুশের বিরুদ্ধে অস্ত্র ধরবেন না ওয়াগনার যোদ্ধারা।