ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করে বুধবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন তেল আবিব পুলিশের প্রধান অ্যামি এশেদ।
তার অভিযোগ, সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ চেয়েছেন মন্ত্রিসভার কিছু সদস্য।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পুলিশের তেল আবিব জেলা কমান্ডার অ্যামি এশেদ কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের নাম উল্লেখ করেননি। ইসরায়েলের বিচারব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন বেন-গভির।
এদিকে এশেদের পদত্যাগের ঘোষণার পর ইসরায়েলি পতাকা হাতে নিয়ে তেল আবিবের সড়কে নেমে পড়েন শত শত বিক্ষোভকারী, যাদের মুখে ছিল ‘গণতন্ত্র’ স্লোগান। তাদের কেউ কেউ প্রধান একটি মহাসড়ক অবরোধ করেন। এ ছাড়া সড়কে আগুন ধরানোর পাশাপাশি ঘোড়ার পিঠে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে মুখোমুখি অবস্থান নিতেও দেখা যায় বিক্ষোভকারীদের।
টেলিভিশনে দেয়া বক্তব্যে এশেদ বলেন, সব নিয়ম ভঙ্গ করে পেশাগত সিদ্ধান্ত প্রণয়নের ওপর মন্ত্রীদের নির্লজ্জ হস্তক্ষেপ তিনি মেনে নিতে পারবেন না।
তিনি আরও জানান, তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন, যেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পরিবর্তে উল্টোটা করা তার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।