সবচেয়ে উষ্ণতম দিনের সাক্ষী হলো বিশ্ব। ৩ জুলাই সারাবিশ্বে গড় হিসাবে তাপমাত্রার পারদ রেকর্ড গড়েছে।
ওইদিন বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস। যা এখনও পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে ২০১৬ সালের আগস্ট মাসে বিশ্বে সর্বোচ্চ গড় তাপমাত্রা উঠেছিল ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াসে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর ইনভায়রনমেন্টাল প্রেডিকশন থেকে পাওয়া তথ্যের বরাতে এ কথা জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
গবেষকরা বলছেন, যান্ত্রিকভাবে তাপমাত্রা রেকর্ড শুরু হওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন ছিল এদিন।
তাপামাত্রা বৃদ্ধির এমন প্রবণতাকে মানবসভ্যতার জন্য মৃত্যুঘণ্টা বলেই অভিহিত করছেন বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, এমন একটা দিনের সাক্ষী হওয়া যথেষ্ট আশঙ্কার। এল নিনোর যে প্রবণতা তৈরি হয়েছে, তা বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মনে করছেন তারা।
বার্কলে আর্থে গবেষণারত বিজ্ঞানী জেকে হাউসফাদারের আশঙ্কা, দুর্ভাগ্যজনকভাবে এরকম চিন্তার দিন আরও বাড়বে। আরও চিন্তার রেকর্ড তৈরি হবে। গোটা বিশ্বে যেভাবে কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ বেড়েছে, তার সঙ্গে যোগ হয়েছে এল নিনোর প্রবণতা, সবমিলিয়ে উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধিরই আশঙ্কা।
অবশ্য চলতি বছরের শুরুতেই ভূমি ও সাগরে তাপামাত্রার পারদ বেশ চড়বে বলে বলে সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা। এর প্রভাব এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।