বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়াবে রাশিয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ জুলাই, ২০২৩ ১৮:৪২

ইউক্রেন যুদ্ধ ঘিরে বিভিন্ন সময় রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি নিষেধাজ্ঞা প্রস্তাব আনে। ওই সব প্রস্তাবে জোটের দেশগুলো রাশিয়ার পক্ষে থাকায় ধন্যবাদ জানান পুতিন।

পশ্চিমা নিষেধাজ্ঞা ও উসকানির বিরুদ্ধে রাশিয়া রুখে দাঁড়াবে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাংহাই কো-অপরারেশন অর্গানাইজেশনের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি ওই কথা বলেন।

ইউক্রেন যুদ্ধ ঘিরে বিভিন্ন সময় রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি নিষেধাজ্ঞা প্রস্তাব আনে। ওই সব প্রস্তাবে জোটের দেশগুলো রাশিয়ার পক্ষে থাকায় ধন্যবাদ জানান পুতিন।

এ বছর সম্মেলনটির আয়োজক ভারত। মঙ্গলবার ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক এ জোটের নেতাদের বৈঠক হয়। জোটটি চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান নিয়ে গঠিত হয়। পরে ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশ যোগ দেয়।

ওয়াগনার বিদ্রোহের পর প্রথমবারের মতো পুতিন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিলেন। তার বক্তব্যে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞার কড়া সমালোচনা ছিল।

পুতিন বলেন, ‘মস্কো সাংহাই জোটের মাধ্যমে দেশগুলোর বন্ধন দৃঢ় করার পরিকল্পনা করছে এবং বৈদেশিক বাণিজ্যে স্থানীয় মুদ্রায় বন্দোবস্তের রূপান্তরকে সমর্থন করে।’ এ সময় তিনি সম্ভাব্য সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে সংকট বাড়ছে বলে সতর্ক করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট জানান, তার দেশ যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী।

তিনি বলেন, ‘রাশিয়ার জনগণের এমন ঐক্য আগে দেখা যায়নি। রাজনৈতিক দল এবং পুরো সমাজে দায়িত্ববোধ আরও জাগ্রত হয়েছে।’

আল জাজিরার বিশ্লেষণ বলছে, পুতিন জোটের সম্মেলনে রাশিয়ার অভ্যন্তরীণ একতার প্রসঙ্গ উল্লেখ করে বুঝাতে চেয়েছেন, ওয়াগনার বিদ্রোহের ফলে তার কর্তৃত্ব দুর্বল হয়ে যায়নি।

এ বিভাগের আরো খবর