বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্রান্সজুড়ে দাঙ্গা: জার্মানি সফর বাতিল মাখোঁর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ জুলাই, ২০২৩ ০৯:২৯

ফ্রান্সজুড়ে দাঙ্গার মধ্যে বড় তিন শহর প্যারিস, লিওন ও মার্সেইর সড়কে ৪৫ হাজার পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষায়িত বাহিনীর পাশাপাশি ছিল সাঁজোয়া যান ও হেলিকপ্টার।

পুলিশের গুলিতে আফ্রিকান বংশোদ্ভূত কিশোর নিহতের জেরে ফ্রান্সজুড়ে দাঙ্গা শনিবার দৃশ্যত কমেছে। দেশটির বিভিন্ন শহরে মোতায়েন করা হয়েছে পুলিশের হাজারো সদস্যকে।

উদ্ভূত পরিস্থিতিতে রোববার থেকে শুরু হতে যাওয়া জার্মানি সফর বাতিল করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ২০১৮ সালের শেষের দিকে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভের পর শাসনকালের সবচেয়ে বড় সংকট মোকাবিলায় তিনি এমন ব্যবস্থা নিয়েছেন।

এদিকে পুলিশের গুলিতে নিহত কিশোরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্সজুড়ে দাঙ্গার মধ্যে বড় তিন শহর প্যারিস, লিওন ও মার্সেইর সড়কে ৪৫ হাজার পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষায়িত বাহিনীর পাশাপাশি ছিল সাঁজোয়া যান ও হেলিকপ্টার।

রোববার প্রথম প্রহরে আগের চার রাতের তুলনায় পরিস্থিতি শান্ত ছিল। যদিও প্যারিসের প্রাণকেন্দ্রে কিছুটা উত্তেজনা ছিল। এ ছাড়া ভূমধ্যসাগরীয় শহর মার্সেই, নিস ও পূর্বাঞ্চলীয় শহর স্ট্র্যাসবুর্গে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।

সবচেয়ে বড় সংঘর্ষ হয় মার্সেইতে। সেখানে শনিবার রাতে বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস ছোঁড়ার পাশাপাশি তরুণদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে জড়ো হওয়ার আহ্বানের পর প্যারিসের বিখ্যাত চ্যাম্প এলিসিস অ্যাভিনিউতে নিরাপত্তা বাড়ায় পুলিশ। স্বাভাবিক সময়ে যেখানে সড়কে পর্যটকদের আনাগোনা থাকে, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের তল্লাশি চালাতে দেখা যায়।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাতে ১ হাজার ৩১১ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় ৮৭৫ জনকে।

পুলিশ জানায়, শনিবার দেশজুড়ে গ্রেপ্তার করা হয় প্রায় ২০০ জনকে।

স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফ্রান্সের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ‍পাশাপাশি সন্ধ্যায় গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর