বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মস্কো অভিমুখী যাত্রা থামাল ওয়াগনার, রেহাই পাচ্ছেন যোদ্ধারা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ জুন, ২০২৩ ০৯:০৩

প্রিগোজিনের নেতৃত্বাধীন সেনারা কতটা পথ পেরিয়েছিল, তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। ভিডিওতে দেখা গিয়েছিল, ওয়াগনার যোদ্ধাদের গাড়িবহর মস্কো থেকে ৩১০ মাইলের কম দূরত্বে ঢুকে পড়েছিল।

রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখী যাত্রা হঠাৎ থামানোর ঘোষণা দিয়েছে ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনার, যার মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একচ্ছত্র ক্ষমতার সামনে আসা বড় বাধার অপসারণ হলো।

পুতিনের সাবেক মিত্র ও ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন জানান, শনিবার তার সেনারা রাজধানী শহর থেকে ২০০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করে। ওয়াগনার যোদ্ধাদের এ যাত্রা থামাতে মস্কোতে সেনা মোতায়েনের পাশাপাশি বাসিন্দাদের ঘরে থাকতে বলে রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মস্কো থেকে কয়েক শ মাইল দূরে দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ দখলের পর গাড়িবহর নিয়ে উত্তরের দিকে রওনা হন ওয়াগনার যোদ্ধারা। ভিডিওতে দেখা যায়, সেনারা ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে অগ্রসর হচ্ছেন এবং তাদের অগ্রযাত্রা রুখতে সড়কে রাখা ব্যারিকেড ভেঙে দিচ্ছেন।

স্থানীয় সময় শনিবার রাতে ওয়াগনার সেনারা রোস্তভের সামরিক সদরদপ্তর ছেড়ে যাওয়া শুরু করেন বলে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন।

সেনাদের মস্কোমুখী যাত্রা নিয়ে অপ্রকাশিত একটি স্থান থেকে ভিডিওবার্তায় সামরিক পোশাকে থাকা প্রিগোজিন বলেন, ‘২৪ ঘণ্টায় আমরা মস্কোর ২০০ কিলোমিটারের মধ্যে চলে এসেছি। এ সময়ে আমাদের যোদ্ধাদের এক বিন্দু রক্তও ঝরেনি।’

তিনি জানান, রুশদের একতরফা রক্ত ঝরার বিষয়টি বুঝতে পেরে সেনাদের যাত্রা থামানো হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী তাদের ফিল্ড ক্যাম্পে চলে যেতে বলা হয়েছে।

প্রিগোজিনের নেতৃত্বাধীন সেনারা কতটা পথ পেরিয়েছিল, তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। ভিডিওতে দেখা গিয়েছিল, ওয়াগনার যোদ্ধাদের গাড়িবহর মস্কো থেকে ৩১০ মাইলের কম দূরত্বে ঢুকে পড়েছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী, সশস্ত্র বিদ্রোহের অভিযোগে প্রিগোজিনের নামে করা মামলা প্রত্যাহার করা হবে। প্রিগোজিন চলে যাবেন বেলারুশে। আর রাশিয়ার জন্য অতীতের অবদান বিবেচনায় প্রিগোজিনের নেতৃত্বাধীন ‘ন্যায়ের অভিযাত্রায়’ শামিল হওয়া সেনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না।

শনিবারের ঘটনাগুলোকে ‘বেদনাদায়ক’ আখ্যা দিয়ে পেসকভ বলেন, পুতিনের সম্মতিতে লুকাশেঙ্কো মধ্যস্থতার প্রস্তাব দেন। কারণ গত প্রায় ২০ বছর ধরে প্রিগোজিনকে ব্যক্তিগতভাবে চেনেন লুকাশেঙ্কো।

এ বিভাগের আরো খবর