চীনে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে ৩১ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে দগ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার রাতে উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলের ইনচুয়ান শহরে ওই দুর্ঘটনা ঘটে।
দেশটির সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, রেস্তোরাঁর ভেতরে তরলীকৃত গ্যাসের ট্যাংকে ছিদ্র দেখা দেয়। গ্যাস ছড়িয়ে পড়ে বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি গাড়ি এবং শতাধিক কর্মী উদ্ধার শুরু করে। ভোর ৪টা পর্যন্ত অভিযানে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, পাশের দুটি রেস্তোরাঁর কর্মীরা ঘটনার এক ঘণ্টা আগে গ্যাসের গন্ধ আঁচ করতে পারেন। কিন্তু কী হয়েছে তা বুঝে উঠার আগেই বিস্ফোরণ ঘটে।
চীনে ড্রাগন বোট ফেস্টিভালের তিনদিনের জাতীয় ছুটি শুরুর আগে এ ঘটনা ঘটল। নিহতের ঘটনায় চীনের উচ্চ পর্যায়ের নেতারাও শোক প্রকাশ করেছেন।