বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসযোগ্যতায় ঢাকার চেয়ে এগিয়ে যুদ্ধের কবলে থাকা কিয়েভও

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ জুন, ২০২৩ ১৫:১৪

জিম্বাবুয়ের হারারের সঙ্গে একই সূচকে ১৬৬তম অবস্থান ঢাকার। এর চেয়ে ভালো অবস্থান ১৬৫তম ইউক্রেনের কিয়েভ ও ১৬৪তম অবস্থানে ক্যামেরুনের দৌয়ালা শহর রয়েছে।

বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় শেষের দিক থেকে সাত নম্বরে রয়েছে ঢাকা। যুদ্ধের কবলে থাকা ইউক্রেনের রাজধানী কিয়েভও ঢাকার চেয়ে ভালো অবস্থানে রয়েছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ‘দ্য গ্লোবাল লিভেবিলিটি রিপোর্ট ২০২৩’-এ বিশ্বের ১৭৩টি শহরের অবস্থা তুলে ধরা হয়। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, পরিবেশ ও স্থিতিশীলতাসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে কোন শহর কতটা বাসযোগ্য তা ঠিক করা হয়।

এতে জিম্বাবুয়ের হারারের সঙ্গে একই সূচকে ১৬৬তম অবস্থান ঢাকার। এর চেয়ে ভালো অবস্থান ১৬৫তম ইউক্রেনের কিয়েভ ও ১৬৪তম অবস্থানে ক্যামেরুনের দৌয়ালা শহর রয়েছে।

২০২২ সালেও ঢাকার অবস্থান ছিল ১৬৬তম। এর আগের বছর ২০২১ সালে বিশ্বের ১৪০টি শহরের তালিকা করা হয়। এর মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৩৭তম।

তবে ঢাকার চেয়ে খারাপ ১৬৯তম অবস্থানে পাকিস্তানের করাচি। সন্ত্রাসবাদ ও গৃহযুদ্ধে বিধ্বস্ত দুই দেশ বসবাসের সবচেয়ে অযোগ্য। এর মধ্যে লিবিয়ার ত্রিপোলি ১৭২তম এবং শেষ নম্বর ১৭৩তম অবস্থানে রয়েছে সিরিয়ার দামেস্ক।

প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার ভিয়েনা শহর বসবাসের জন্য সবচেয়ে ভালো। এরপর রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন, অস্ট্রেলিয়ার আরও দুই শহর মেলবোর্ন ও সিডনি, কানাডার ভ্যানকুভার।

সুইজারল্যান্ডের জুরিখের অবস্থান ৬তম। কানাডার ক্যালগেরি ও সুইজারল্যান্ডের জেনেভা একই সঙ্গে ৭ নম্বরে রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে স্বাস্থ্যসেবার উন্নতি হয়েছে। অপরদিকে শিক্ষা ও সংস্কৃতির সূচকে পিছিয়েছে শহরগুলো। মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভিন্ন ক্ষেত্রে অনন্য উন্নতি করছে বলে জানানো হয়। সূচকগুলোর মধ্যে স্বাস্থ্য ও শিক্ষায় আরবের শহরগুলো এগিয়েছে।

এ বিভাগের আরো খবর