বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইডেনের বক্তব্যের কড়া জবাব দিল চীন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ জুন, ২০২৩ ১৮:১৯

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘বাইডেনের বক্তব্যে কোনো যুক্তি নেই। তাছাড়া এটি দুই দেশের কুটনৈতিক সম্পর্ক ও চীনের রাজনৈতিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে।’

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে একনায়ক আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। দুই দেশের বিদ্যমান উত্তেজনা প্রশমনে বাইডেনের এমন বক্তব্যকে একেবারেই অযৌক্তিক ও উস্কানিমূলক বলে জানিয়েছে বেইজিং।

বুধবার এক সংবাদ সম্মেলনে তীব্র অসন্তোষ প্রকাশ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘বাইডেনের বক্তব্যে কোনো যুক্তি নেই। তাছাড়া এটি দুই দেশের কুটনৈতিক সম্পর্ক ও চীনের রাজনৈতিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে।’

তিনি বলেন, ‘বাইডেনের বক্তব্য সুস্পষ্ট রাজনৈতিক উস্কানি।’

দুই দেশের বিদ্যমান সমস্যা নিরসনে সোমবার চীন সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৈঠকে নিজেদের মধ্যে চলমান দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতা যাতে সংঘর্ষের দিকে না যায়, সে লক্ষ্যে পারস্পারিক দ্বন্দ্ব স্থিতিশীল করতে শি ও ব্লিঙ্কেন উভয়েই রাজি হন।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গত পাঁচ বছরে দুই দেশের মধ্যে কোনো কুটনৈতিক সফর না হলেও ওই বৈঠকের মধ্য দিয়ে তা পুনরায় চালু হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন উভয় নেতা। এমনকি কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথাও জানায় বেইজিং।

ব্লিঙ্কেন চীন থেকে যুক্তরাষ্ট্রের ফেরার পরদিন ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘নজরদারি সরঞ্জামে পূর্ণ বেলুনটি ভূপাতিত করার ঘটনায় শি চিনপিং খুবই হতাশ হয়েছেন। কারণ হলো চীনের প্রেসিডেন্ট জানতেন না যে বেলুনটি আমেরিকায় রয়েছে।

‘একনায়কদের জন্য এটি মহাবিব্রতকর।’

যুক্তরাষ্ট্রে চীনের ওই বেলুনের উপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাও নিং বলেন, ‘আমরা আগেও বলেছি যে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ওই বেলুনের উপস্থিতি একেবারেই অনিচ্ছাকৃত ছিল।’

বাইডেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির আমেরিকান স্টাডিজ বিভাগের পরিচালক উ শিনবো বলেন, ‘বাইডেনের বক্তব্য আসলে বাগাড়ম্বর ছাড়া আর কিছুই নয়। চীন পারস্পারিক বিশ্বাসের ওপর জোর দিলেও বাইডেন যে মন্তব্য করেছেন, তা খুবই ধ্বংসাত্মক ও ক্ষতিকর।’

চীন সফরে যুক্তরাষ্ট্রের যা কিছু অর্জন, বাইডেনের এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তা মলিন করে দিয়েছে বলে জানিয়েছেন উ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়তে থাকা চীনা বেলুনকে ভূপাতিত করা হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, নজরদারির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাখা হয়েছিল বেলুনটিকে।

প্রথমে বেলুন ওড়া ও পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও তাইয়ানের কর্মকর্তাদের দুই দেশে আসা-যাওয়ার ঘটনায় আমেরিকার সঙ্গে চীনের উত্তেজনা আরও বেড়ে যায়।

এমন পরিস্থিতিতে সোমবার বৈঠকে বসেন চীনের প্রেসিডন্ট শি চিনপিং ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৈঠকে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার প্রবল দ্বন্দ্ব কমিয়ে আনার বিষয়ে একমত হন দুই নেতা, তবে বাইডেনের বক্তব্যের পর তা কোন দিকে যাবে, তার জন্য অপেক্ষা ছাড়া আর গতি নেই।

এ বিভাগের আরো খবর