উগান্ডার একটি স্কুলে সন্ত্রাসী হামলায় ৪০ জন নিহত হয়েছেন। আহত আরও আটজনের অবস্থা গুরুতর।
হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী। এ ছাড়া বেশ কয়েকজন ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
দেশটির পশ্চিমাঞ্চলের এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নিবাসে শুক্রবার ওই হামলা হয়।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, অ্যালিড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীটির সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক রয়েছে।
উগান্ডা পুলিশের মুখপাত্র ফ্রেড এনানগা বলেন,`স্কুলটিতে ৬০ শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের বেশির ভাগ আবাসিক। সন্ত্রাসীরা হামলার পর শিক্ষার্থী নিবাস পুড়িয়ে দেয়। গুদাম থেকে খাদ্যদ্রব্য লুট করে নিয়ে যায়।‘
শিক্ষার্থীদের কয়েকজনকে পুড়িয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া বেশ কয়েকজন ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। উগান্ডার সেনাবাহিনীর মেজর জেনারেল ডিক ওলুম স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
উগান্ডা সরকারের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসীদের নির্মূল এবং অপহৃত ছাত্রীদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। সংকটকালীন মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানানো হয়।