ইউক্রেনের সীমান্তবর্তী দেশ বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরোমে (এসপিআইইএফ) দেয়া বক্তব্যে পুতিন এ কথা জানান।
পুতিন বলেন, ‘আপনারা জানেন যে, এসব কৌশলগত পরমাণু অস্ত্রের অংশবিশেষ বেলারুশের ভূখণ্ডে স্থানান্তরের বিষয়ে আমাদের মিত্র (বেলারুশের প্রেসিডেন্ট) লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। এটি ঘটে গেছে।’
তিনি বলেন, ‘পরমাণুবাহী ওয়ারহেডের প্রথম চালান বেলারুশের ভূখণ্ডে পৌঁছেছে, তবে শুধু প্রথম কয়েকটি, প্রথম অংশ। আমরা গ্রীষ্মের শেষে কিংবা বছরের শেষের দিকে কাজটি সম্পন্ন করব।’
সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবারের মতো রুশ ভূখণ্ডের বাইরে স্বল্পপাল্লার ওয়ারহেড মোতায়েনের কথা জানাল মস্কো। ইউক্রেনের কাছে অস্ত্র পাঠানো ও দেশটিকে সমর্থনের বিষয়ে পশ্চিমাদের সতর্ক করতে এমনটি করা হয়েছে বলে জানিয়েছেন পুতিন।
এর আগে মঙ্গলবার রাতে পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো জানান, তার দেশ রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের চালান গ্রহণ শুরু করেছে।
তিনি আরও জানান, এসব পরমাণু অস্ত্র ১৯৪৫ সালে জাপানে যুক্তরাষ্ট্রের ফেলা পরমাণু বোমার চেয়ে তিন গুণ বেশি শক্তিশালী।