টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্যারিটনের প্যানহ্যান্ডেল শহর।
এতে তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
শক্তিশালী টর্নেডোতে উড়ে গেছে ঘরবাড়ি, চারাগাছের মতো উপড়ে পড়েছে বিশাল আকৃতির গাছ ও বৈদ্যুতিক খুঁটি।
টেক্সাসের আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে টর্নেডো আঘাত হানে।
প্যারিটনের ফায়ার সার্ভিসের প্রধান পল ডাচার বলেন, ‘একটি অস্থায়ী বাড়িতে সরাসরি আঘাত করে টছনছ করে দিছে। সেখানকার অন্তত একজন নিহত হয়েছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা তিন।’
তিনি আরও বলেন, ‘অন্তত ৩০টি লরি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মানুষদের বের করে আনছে।’
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘শহরটির শিল্পকারখানা টর্নেডোর প্রলয়ংকারী শক্তিতে টছনছ হয়েছে। চোখের সামনে একের পর এক ঘর লণ্ডভণ্ড হতে দেখেছি।’
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, টর্নেডোর পর টেক্সাস ও ওকলাহোমার বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আনুমানিক ৫০ হাজার বাসিন্দা।
আক্রান্ত এলাকায় আহতদের সহায়তায় রেড ক্রসের সদস্যরা কাজ শুরু করেছেন।
আবহাওয়া অফিস বলছে, দ্বিতীয় দফার টর্নেডোর সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় এটি টেক্সাসের অন্য অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করতে পারে। অন্ধকারে হওয়ায় আরও বেশি ধ্বংসযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে। তাই বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়।