যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করার পর বাসায় অবৈধভাবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নথি রাখা এবং এসব নথি উদ্ধার করতে যাওয়া কর্মকর্তাদের কাছে মিথ্যাচারের অভিযোগে ফেডারেল আদালতে করা মামলায় মঙ্গলবার দোষ স্বীকার করেননি ডনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডার মায়ামির ফেডারেল আদালতের বিচারক জনাথন গুডম্যানের কাছে অভিযোগের বিষয়ে সাবেক প্রেসিডেন্টের বক্তব্য উপস্থাপন করা হয়। এ মামলার বিচারে এক বছর বা তার বেশি লাগতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মামলায় হাজিরার পর কোনো শর্ত বা ভ্রমণ নিষেধাজ্ঞা ছাড়াই ট্রাম্পকে আদালত ছাড়ার অনুমতি দেয়া হয়। তার কাছ থেকে কোনো মুচলেকাও নেয়া হয়নি।
বিচারক গুডম্যান আদেশে বলেন, মামলার সম্ভাব্য সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না ট্রাম্প।
মামলার অপর আসামি ট্রাম্পের সহকারী ওয়াল্ট নটাও আদালতে হাজির হয়েছিলেন। নটার পক্ষে স্থানীয় কোনো আইনজীবী না থাকায় আগামী ২৭ জুন পর্যন্ত অপরাধের অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দিতে হবে না তাকে।
আদালত মুচলেকা ছাড়াই ট্রাম্পের সহকারীকে আদালত ছাড়ার অনুমতি দেয়। তাকেও অন্য সাক্ষীদের সঙ্গে কথা না বলার নির্দেশ দেয়া হয়।