বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ট্রেলিয়ায় বিয়ের অনুষ্ঠানের যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১০

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ জুন, ২০২৩ ০৯:০৯

পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে দুর্ঘটনায় অন্য কোনো গাড়ি যুক্ত ছিল না। পুলিশ সব যাত্রীকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যে বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা বাস ঢালে উল্টে কমপক্ষে ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

দেশটির পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে সিডনি থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গ্রেটা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি মদ তৈরিতে ব্যবহৃত আঙুর উৎপাদন ও বিয়ের অনুষ্ঠানস্থলের জন্য বিখ্যাত হান্টার অঞ্চলে পড়েছে।

এনএসডব্লিউ পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্র্যাসি চ্যাপম্যান জানান, তার ধারণা, বাসের যাত্রীরা একসঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। তারা একসঙ্গে যাত্রা করেছিলেন।

তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে দুর্ঘটনায় অন্য কোনো গাড়ি যুক্ত ছিল না। পুলিশ সব যাত্রীকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, বাসটি কাত হয়ে পড়ে আছে।

পুলিশের ধারণা, কিছু যাত্রী বাসের নিচে চাপা পড়ে থাকতে পারেন।

ট্র্যাসি চ্যাপম্যান জানান, ওই বাসের ৫৮ বছর বয়সী চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অভিযুক্ত করা হতে পারে।

এ বিভাগের আরো খবর