আফগানিস্তানে আলাদা সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়, বুধবার আলাদা অঞ্চলে যাত্রীবাহী বাস উপত্যকার খাদে পড়ে এবং মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
আফগানিস্তানের সার-ই-পোল প্রদেশের পুলিশের মুখপাত্র দ্বীন মুহাম্মদ নাজারি বলেন, ‘চালকের গাফলতিতে সড়ক থেকে ছিটকে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ১২ নারী ও ৮ শিশুসহ ২৪ জন নিহত হন।’ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।
এদিকে আলাদা ঘটনায় জাবুল প্রদেশের রাজধানী কালাতে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই শিশু ও নারীসহ ৯ জন নিহত হন। আহত হন ৩১ জন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিধ্বস্ত পাহাড়ি অঞ্চলগুলোতে দীর্ঘদিন সড়ক মেরামত না করায় জরাজীর্ণ অবস্থা, চালকদের প্রশিক্ষণ না পাওয়া এবং গতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাকে এসব ঘটনার জন্য দায়ী করা হচ্ছে।