ভারতের ওড়িশার বালেশ্বরে শুক্রবার একুশ শতকের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে মমতা এ মন্তব্য করেন বলে এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।
বালেশ্বরে তিন ট্রেনের দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ২৬১ জনের। এ দুর্ঘটনায় আহত হন শত শত যাত্রী।
মমতা বলেন, ‘করমন্ডল সবচেয়ে ভালো এক্সপ্রেস ট্রেনগুলোর একটি। আমি তিনবার রেলমন্ত্রী ছিলাম। সেই জায়গা থেকে দেখেছি, এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা। এ ধরনের ঘটনাগুলোর ভার অর্পণ করা হয় রেলওয়ের নিরাপত্তা কমিশনের হাতে এবং তারা তদন্ত করে প্রতিবেদন দেয়।’
তিনি আরও বলেন, ‘আমি যতদূর জেনেছি, ট্রেনটিতে সংঘর্ষ প্রতিরোধী কোনো ডিভাইস ছিল না। ট্রেনে এ ধরনের ডিভাইস থাকলে এ ঘটনা ঘটত না…যাদের প্রাণ গেছে, তাদের আর ফিরিয়ে আনা যাবে না, তবে এ মুহূর্তে আমাদের কাজ হলো উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।’
মমতা জানান, ট্রেন দুর্ঘটনায় নিহত পশ্চিমবঙ্গের প্রত্যেক যাত্রীর পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে। দুর্ঘটনায় মারাত্মক আহত পশ্চিমবঙ্গের প্রত্যেককে দেয়া হবে ১ লাখ রুপি। এ ছাড়া সামান্য আহত প্রত্যেকে পাবেন ৫০ হাজার রুপি।
ভারতের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম প্রাণঘাতী এ দুর্ঘটনায় পড়ে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস ও মালবাহী একটি ট্রেন।
ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা জানান, কলকাতা থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে এবং ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে ১৭০ কিলোমিটার উত্তরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।