ভারতের ওডিশায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাই যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যায় ওডিশা রাজ্যের বালেশ্বরের কাছে মালবাহী আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, ৩০০ জনের মতো আহত হয়েছেন। ট্রেনের বগিতে অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। বহু মানুষকে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় বেলা সোয়া ৩টার দিকে শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সোয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে মন্ত্রীর মুখপাত্র অমিতাভ শর্মা। তিনি জানান, উদ্ধার তৎপরতা চলছে। শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এক টুইটবার্তায় জানিয়েছেন, তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন।