বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ জুন, ২০২৩ ০৯:৩১

সমাবর্তনে এক গ্র্যাজুয়েটের সঙ্গে করমর্দনের পর নিজ আসনে ফিরে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যান আমেরিকার প্রেসিডেন্ট। বিমান বাহিনীর সদস্যরা তাকে উঠতে সাহায্য করেন।

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এয়ার ফোর্স অ্যাকাডেমির এক অনুষ্ঠানে মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সমাবর্তন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, সমাবর্তনে এক গ্র্যাজুয়েটের সঙ্গে করমর্দনের পর নিজ আসনে ফিরে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যান আমেরিকার প্রেসিডেন্ট। বিমান বাহিনীর সদস্যরা তাকে উঠতে সাহায্য করেন। দাঁড়িয়ে বাইডেন একটি বস্তুর দিকে ইঙ্গিত করেন। বস্তুটি দৃশ্যত বালুভর্তি কালো রঙের একটি পোটলা।

ঘটনার পরপরই হোয়াইট হাউসের কমিউনিকেশন্স ডিরেক্টর বেন লাবল্ট টুইট করে জানান, বাইডেন ভালো আছেন। করমর্দনের সময় মঞ্চে একটি বালুর পোটলা ছিল।

অনুষ্ঠান শেষে কলোরাডো থেকে হোয়াইট হাউসে ফেরার আগে আরেকটি দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হন বাইডেন। তাকে বহনকারী হেলিকপ্টার মেরিন ওয়ানের দরজায় ধাক্কা খান তিনি।

দুটি ঘটনার পর হোয়াইট হাউসের দক্ষিণ লনে হাঁটার সময় আহত মনে হয়নি বাইডেনকে। তিনি সাংবাদিকদের বালুর পোটলায় হোঁচট খাওয়ার কথা জানান।

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন।

ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, বাইডেন শারীরিকভাবে ফিট। তিনি নিয়মিত ব্যায়াম করেন।

এ বিভাগের আরো খবর