তিনটি সাঁজোয়া ট্রাক লক্ষ করে একটি সন্ত্রাসী দল গুলি ছুড়ে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে সন্দেহভাজন ১০ জন নিহত হন। আহত হন চার কর্মকর্তা।
মেক্সিকোয় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ১০ জন নিহত হয়েছেন।
দেশটির উত্তরাঞ্চলের নুয়েভো লিওন ও তামাউলিপাসের মধ্যবর্তী একটি মহাসড়কে সোমবার ওই ঘটনা ঘটে।
নুয়েভো লিওন পাবলিক সিকিউরিটি সেক্রেটারি গেরার্দো পালাসিওস বলেন, ‘তিনটি সাঁজোয়া ট্রাক লক্ষ করে একটি সন্ত্রাসী দল গুলি ছুড়ে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে সন্দেহভাজন ১০ জন নিহত হন। আহত হন চার কর্মকর্তা।’
২০০৬ সালে মেক্সিকোর সরকার বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু করে।
ওই অভিযানে দেশটিতে ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত এবং আনুমানিক এক লাখ নিখোঁজের তথ্য দিচ্ছে বিভিন্ন সংস্থা।