সাউথ কোরিয়ায় সার্বিকভাবে গর্ভধারণের হার কমলেও গত এক দশকে চল্লিশোর্ধ্ব নারীদের মধ্যে এ হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটায় উঠে এসেছে।
স্থানীয় সময় সোমবার প্রকাশিত ডেটার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিউলভিত্তিক সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ড।
সংবাদমাধ্যমটি জানায়, ২০১৩ সালে ৪ লাখ ২৪ হাজার ৭১৭ জন নারী সন্তান জন্ম দেন। ২০২২ সালে এসে সে সংখ্যাটি কমে হয় ২ লাখ ৪৪ হাজার ৫৮০।
উল্লিখিত সময়ে চল্লিশোর্ধ্ব নারীদের গর্ভধারণ ও সন্তান জন্মদানের সংখ্যা বেড়েছে। ২০১৩ সালে চল্লিশের ঘরে থাকা ১৩ হাজার ৬৯৭ জন নারী সন্তান জন্ম দিয়েছিলেন। সেটি ২০২২ সালে বেড়ে হয়েছে ১৯ হাজার ৬৩৬।
আর্থিক অবস্থার উন্নতিকে চল্লিশের ঘরে গিয়ে সন্তান জন্মদান বাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছে সাউথ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে জরিপ চালিয়ে সাউথ কোরিয়ার বিভিন্ন বয়সী নারীদের গর্ভধারণের বিষয়টি জানতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়। জরিপের সুবিধার্থে একাধিক সন্তান জন্মদানকেও একটি হিসেবে ধরা হয়েছে।
প্রকাশিত ডেটা অনুযায়ী, বিশোর্ধ্ব নারীদের মধ্যে সন্তান জন্মদানের সংখ্যা ব্যাপকভাবে কমেছে। ২০১৩ সালে বিশের ঘরে থাকা ১ লাখ ৫ হাজার ৯৩১ নারী সন্তানের মা হন। ২০২২ সালে এ সংখ্যাটা কমে হয় ৩৮ হাজার ৬৮৫।
সাউথ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা বলছে, দেশটিতে ত্রিশোর্ধ্ব নারীরা ৭৬ শতাংশ সন্তানের জন্ম দিয়েছেন।