বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ মে, ২০২৩ ১৫:৩৪

স্থানীয় ক্লাবের খেলা চলাকালে সমর্থকরা স্টেডিয়ামে তাড়াহুড়ো করে প্রবেশের চেষ্টা করলে ওই দুর্ঘটনা ঘটে।

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

রোববার সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় ক্লাবের খেলা চলাকালে সমর্থকরা স্টেডিয়ামে তাড়াহুড়ো করে প্রবেশের চেষ্টা করলে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর খেলা স্থগিত করে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে স্টেডিয়াম খালি করা হয়।

স্থানীয় এফসি আলিয়াঞ্জা ও ক্লাব দেপোর্তিভো এফএএসের মধ্যে কাসকাটলান স্টেডিয়ামে খেলাটি চলছিল।

দেশটির ন্যাশনাল সিভিল পুলিশের (পিএনসি) আপলোড করা ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের ভেতরে সমর্থকরা হাঁসফাঁস হয়ে ছুটোছুটি করছেন। তাদের জার্সির রং সাদা ও নীল। স্টেডিয়ামের বাইরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দাঁড় করানো, প্রাথমিক চিকিৎসাকর্মীরা আহতদের স্থিতিশীল করার চেষ্টা করছেন।

আল জাজিরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, পুরো স্টেডিয়ামে প্রবেশের জন্য দুটি ফটক খোলা ছিল। বিপুল সংখ্যক দর্শক একসঙ্গে প্রবেশের জন্য বাইরে থেকে ধাক্কা দিলে ওই ঘটনা ঘটে।

খেলা দেখতে আসা সান্দ্রা আগুয়েটা বলেন, ‘ফটকের কাছে অসংখ্য মানুষ ছিল। বায়ু চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে আমরা নিশ্বাস নিতে পারছিলাম না।’

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি বলেন, ‘অন্তত ৯০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বেশিরভাগের অবস্থা স্থিতিশীল।’

রাষ্ট্রপতি নায়িব বুকেলে বলেন, ‘সবাইকে তদন্তের আওতায় নিয়ে আসা হবে। দল, ম্যানেজার, স্টেডিয়াম, টিকিট অফিস, লীগ, ফেডারেশন যার কারণে এ ঘটনা ঘটেছে, তাকে শাস্তি পেতে হবে।’

এ বিভাগের আরো খবর