বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাখমুত পূর্ণ দখলের দাবি রাশিয়ার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ মে, ২০২৩ ১০:১২

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের দাবি, শহরের শেষ দালানওয়ালা এলাকা থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিয়েছেন ওয়ানগার সেনারা।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত পূর্ণ দখলের দাবি করেছে রাশিয়া।

স্থানীয় সময় শনিবার রাশিয়া এমন দাবি করে, যা সত্যি হলে প্রতিবেশী দুই দেশের ১৫ মাসব্যাপী লড়াইয়ের অবসান হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মোটা দাগে গুড়িয়ে দেয়া শহরে হামলায় নেতৃত্ব দেয় রাশিয়ার ভাড়াটে সেনা গোষ্ঠী ওয়াগনার গ্রুপ।

গোষ্ঠীটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের দাবি, শহরের শেষ দালানওয়ালা এলাকা থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিয়েছেন ওয়ানগার সেনারা।

বাখমুত দখল হবে গত ১০ মাসের বেশি সময়ে রাশিয়ার সবচেয়ে বড় বিজয়। শহরটিকে সোভিয়েত আমলের ‘আর্তিওমোভস্ক’ নামে ডাকে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সাদার্ন গ্রুপ অফ ফোর্সেসের গোলা ও বিমানের সহায়তায় ওয়াগনারের অ্যাসল্ট ইউনিটের হামলায় আর্তিওমোভস্ক সম্পূর্ণ মুক্ত করা হয়েছে।

শনিবার প্রিগোজিনের করা দাবিটি নাকচ করে ইউক্রেন, তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ।

এদিকে বাখমুত দখলের জন্য সেনাদের ‍অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি তাদের পুরস্কার দেয়ার ঘোষণাও দিয়েছেন।

এ বিভাগের আরো খবর