যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্বের সবচেয়ে প্রাচীন ও সম্পূর্ণ বাইবেল নিলামে উঠেছে। নিউইয়র্কের সোথবি’স নিলাম প্রতিষ্ঠানে বাইবেলখানা ৩৮.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪১০ কোটি টাকা। এতে আর্থিক মূল্যে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাণ্ডুলিপির মর্যাদা পেয়েছে হিব্রু ভাষায় রচিত ওই বাইবেল।
গ্রন্থটি প্রায় ১ হাজার ১ শ’ বছর আগে রচিত বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিরাম চিহ্ন, স্বরবর্ণ ও উচ্চারণসহ হিব্রু বাইবেলের ২৪টির সবগুলো বই ধারণকারী একটি একক পাণ্ডুলিপির প্রাচীনতম উদাহরণ এই গ্রন্থ।
ইসরায়েলের তেল আবিবে অবস্থিত ইহুদির এএনইউ জাদুঘরের জন্য এটি কিনে নেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ও সাবেক রাষ্ট্রদূত আলফ্রেড মোসেস।
এক বিবৃতিতে মোসেস বলেন, ‘ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও পশ্চিমা সভ্যতার ভিত্তি গঠন করেছে হিব্রু বাইবেল। আমি জেনে খুশি হয়েছি যে এটা ইহুদি জনগণের। কোডেক্স স্যাসুন (২৪টি বাইবেলের সংকলন)-এর ঐতিহাসিক তাৎপর্য অনুধাবন করাই আমার লক্ষ্য ছিল। কারণ আমি মনে করি, এটির অবস্থান এমন এক জায়গায় যেখানে বিশ্বের সব মানুষের প্রবেশাধিকার রয়েছে।’
এর আগে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাণ্ডুলিপি ছিল লিওনার্দো দ্য ভিঞ্চি’র বৈজ্ঞানিক নোটবুক ‘কোডেক্স লিসেস্টার’। ১৯৯৪ সালে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটস সেটি ৩০.৮ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেন।