বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৮ বছর বয়সী তরুণের গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ৩

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ মে, ২০২৩ ১৩:১৮

পুলিশের বরাতে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থলে হামলাকারীকে বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে হামলাকারী নিহত হন।

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ১৮ বছর বয়সী তরুণের গুলিতে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন।

সোমবার অঙ্গরাজ্যটির ফারমিংটন শহরে ওই ঘটনা ঘটে।

পুলিশের বরাতে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থলে হামলাকারীকে বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে হামলাকারী নিহত হন।

হামলাকারী তিনটি বন্দুক ব্যবহার করে আক্রমণ করেন। এর মধ্যে এআর-১৫ ক্যাটাগরির একটি বন্দুক ছিল।

পুলিশ প্রধান স্টিভ হেবে জানান, বন্দুকধারী তরুণ কমপক্ষে ছয়টি বাড়ি ও তিনটি গাড়িতে গুলি ছুড়ে। এ ছাড়া ওই তরুণ আশপাশের এলাকায় এলোপাতাড়ি গুলি ছোড়ে।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক সেখানে যায়। এ সময় বন্দুকধারীকে নিরস্ত্র করতে পাল্টা গুলি ছাড়া উপায় ছিল না বলে পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়।

নিউ মেক্সিকোর উত্তর-পশ্চিমে অবস্থিত শহরটিতে প্রায় ৪৭ হাজার মানুষের বাস।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার কারণ জানতে যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থ্যা তদন্ত করছে।

এ বিভাগের আরো খবর