তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোটগ্রহণ শেষে গণনা প্রায় শেষের পথে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) প্রার্থী রিসেপ তাইয়েপ এরদোয়ান ভোটে এগিয়ে থাকলেও পাননি একক সংখ্যাগরিষ্ঠতা।
ভোট গণনার মধ্যেই গত রাতে তুরস্কের আঙ্কারায় একে পার্টির সদরদপ্তরের সামনে সমবেত সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন এরদোয়ান।
ওই বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তিনি প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলুর চেয়ে ২৬ লাখ ভোটে এগিয়ে।
একে পার্টির প্রধান বলেন, ‘আমাদের গোটা রাজনৈতিক জীবনে কিছু ব্যতিক্রম ছাড়া আমরা সবসময় জাতির ইচ্ছার প্রতি সম্মান দেখিয়েছি। আমরা এ নির্বাচনে একে সম্মান দিয়েছি এবং আগামী নির্বাচনগুলোতেও সম্মান দেখাব।’
এরদোয়ানের আশা, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের সময় তার ভোটের সংখ্যা আরও বাড়বে।
তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, আমরা প্রথম রাউন্ডেই জয়ী হব।’
তুরস্কের নির্বাচনে প্রধান দুই প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ২৮ মে দ্বিতীয় দফায় ভোট হবে।