বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লেখককে যৌন হেনস্তা: ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ মে, ২০২৩ ০৮:৪০

ক্যারল এক বিবৃতিতে বলেন, ‘বিশ্ব আজ সত্যটা জানল। শুধু আমার একার নয়, (যৌন নির্যাতনের) কথা বিশ্বাস না করাতে পারায় যাতনায় ভোগা সব নারীর জন্য এ বিজয়।’

নব্বইয়ের দশকে ম্যাগাজিনের লেখক ই. জিন ক্যারলকে যৌন হেনস্তা এবং তাকে মিথ্যুক বলে মানহানি করায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন এক বিচারক।

স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ফেডারেল আদালতের বিচারক ট্রাম্পকে এ জরিমানা করেন, যা সাবেক প্রেসিডেন্টকে অবশ্যই দিতে হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লেখক ক্যারল।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘বিশ্ব আজ সত্যটা জানল। শুধু আমার একার নয়, (যৌন নির্যাতনের) কথা বিশ্বাস না করাতে পারায় যাতনায় ভোগা সব নারীর জন্য এ বিজয়।’

২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার লড়াইয়ে থাকা ট্রাম্পের আইনজীবী জোসেফ ট্যাকোপিনা আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তার মক্কেল।

কী অভিযোগ করেছিলেন ক্যারল

দেওয়ানি মামলায় ৭৯ বছর বয়সী ক্যারল আদালতকে জানান, ১৯৯৫ কিংবা ১৯৯৬ সালে ম্যানহাটনের ডিপার্টমেন্টাল স্টোর বের্গডর্ফ গুডম্যানের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে ২০২২ সালের অক্টোবরে নিজ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, ক্যারলের সব দাবি ভুয়া।

ক্যারলের করা মামলার বিচার শুরু হয় গত ২৫ এপ্রিল। সেই থেকে ট্রাম্প আদালতে অনুপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর