পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির ভারত সফরের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
দেশের সংকটকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের যুক্তরাজ্যের রাজার অভিষেকে যোগদান নিয়েও সমালোচনা করেন ইমরান খান।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শনিবারের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ইমরান খান এসব কথা বলেন। মিছিল চলাকালে লাহোরে নিজ গাড়ির ভেতর থেকে ইমরান খান বক্তব্য দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগদান উপলক্ষে যুক্তরাজ্যে রয়েছেন। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বৃহস্পতিবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়ায় যান।
ইমরান খান বলেন, ‘পাকিস্তান বিশ্বের দরবারে আজ লজ্জিত। বিলাওয়াল আপনি পুরো পৃথিবী সফর করুন, সমস্যা নেই। তার আগে আমাদের জানান, দেশের টাকা খরচ করে সেখানে (ভারত) গিয়ে লাভ হয়েছে নাকি ক্ষতি? দেশের টাকা এভাবে খরচ করার আগে কাউকে জিজ্ঞাসা করেছেন?’
পাকিস্তানের ডন পত্রিকার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের এনডিটিভি।
সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে স্বাগত জানান। তাদের দুজনের করমর্দন না হওয়া এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে নাম উচ্চারণ না করে সন্ত্রাসবাদে পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়। এ বিষয়টি পাকিস্তানের জন্য অপমানজনক বলে মনে করছে দেশটির একটি পক্ষ।