বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈশ্বরের সন্তান হিসেবে যারা পূজা করতে পারেন রাজা তৃতীয় চার্লসকে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ মে, ২০২৩ ১৯:৫২

নিউজিল্যান্ড থেকে ৫০০ কিলোমিটার দূরের দেশেও তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের প্রস্তুতি নেয়া হচ্ছে। সেখানকার তান্না দ্বীপের ইয়াওনানেন এবং ইয়াকেল গ্রামের আদিবাসীরা নেচে-গেয়ে, ঐতিহ্যবাহী মদ পান করে এবং শূকর বলি দিয়ে যুক্তরাজ্যের নতুন রাজার অভিষেক অনুষ্ঠান করবেন।

যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যাভিষেক হলো তার। তবে শুধু লন্ডনেই নয়, চার্লসের রাজ্যাভিষেক হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর প্রত্যন্ত অঞ্চলেও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ড থেকে ৫০০ কিলোমিটার দূরের দেশেও তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের প্রস্তুতি নেয়া হচ্ছে। সেখানকার তান্না দ্বীপের ইয়াওনানেন এবং ইয়াকেল গ্রামের আদিবাসীরা নেচে-গেয়ে, ঐতিহ্যবাহী মদ পান করে এবং শূকর বলি দিয়ে যুক্তরাজ্যের নতুন রাজার অভিষেক অনুষ্ঠান করবেন।

এই আদিবাসীদের বিশ্বাস, রাজা তৃতীয় চার্লস হলেন তাদের ঈশ্বর প্রিন্স ফিলিপের পুত্র।

ধারণা করা হচ্ছে, এই গ্রামগুলোতে প্রায় ৫ হাজার মানুষ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন।

শনিবার কিং চার্লসের একটি বাঁধাই করা ছবি ওই দুটি গ্রামের আদিবাসীদের কাছে পৌঁছে দেন ভানুয়াতুতে দায়িত্বরত ব্রিটিশ হাইকমিশনার মাইকেল ওয়াটারস।

কয়েক দশক ধরে এই আদিবাসীরা তৃতীয় চার্লসের বাবা প্রিন্স ফিলিপের পূজা করতেন। তাদের মতে, ফিলিপের জন্ম তান্নাতে হলেও তিনি দ্বীপটি ছেড়ে বিশ্ব ভ্রমণ করে রানি দ্বিতীয় এলিজাবেথকে বিয়ে করেন। প্রিন্স চার্লস ও রানি এলিজাবেথ ১৯৭৪ সালে ভানুয়াতু ভ্রমণ করেন। ওইসময় গ্রামগুলোর আদিবাসীদের যুক্তরাজ্যের রাজপরিবারের প্রতি শ্রদ্ধা আরও দৃঢ় হয়। ২০২১ সালে প্রিন্স ফিলিপের মৃত্যুর পর ইয়াওনানেন ও ইয়াকেল গ্রামে বেশ কয়েকদিনের শোক পালন করা হয়।

এ বিভাগের আরো খবর