যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয়েছে।
প্রশিক্ষণ চলাকালে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটির কাছে শনিবার সকালে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।
দক্ষিণ কোরিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওসান বিমান ঘাঁটির কাছে কৃষিজমিতে বিমানটি বিধ্বস্ত হয়।
ওই বিমানের পাইলটকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক আহত হননি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
দক্ষিণ কোরিয়ার জিওনগি প্রদেশের গভর্নর কিম দং ইউন এক টুইটার বার্তায় জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছেন।
পাইলট নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি ওড়ান, তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র। দেশটি এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে।
ওসান বিমান ঘাঁটি উত্তর কোরিয়ার সবচেয়ে কাছের ঘাঁটি। এর ৬৪ কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার সীমান্ত।