যুদ্ধের মধ্যে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার আকস্মিক নেদারল্যান্ডস সফরে গিয়ে তিনি এমনটি জানান।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ফিনল্যান্ডে নর্ডিক নেতাদের সাথে দেখা করার একদিন পর জেলেনস্কি আকস্মিক সফরে নেদারল্যান্ডস যান। যুদ্ধে নর্ডিক দেশগুলো থেকে আরো সহায়তা পেতেই এই সফর কররছেন তিনি।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডে ক্রু’র সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমি আপনাদের একটা কথা স্পষ্ট করতে চাই যে, যুদ্ধের পর আমরা ন্যাটোতে যোগ দেব।’
এদিকে, গতকাল মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙুল তুলেছে রাশিয়া। ক্রেমলিন কর্তৃপক্ষ বলছে, ‘ইউক্রেনের এই হামলার পেছনে ইন্ধন জুগিয়েছে যুক্তরাষ্ট্র।’
প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যে বুধবার ওই হামলা চালানো হয় বলে দাবি রাশিয়ার। সেদিন রাশিয়াও ইউক্রেনের শহরগুলোতে পাল্টা ড্রোন হামলা চালায়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নির্দেশেই মস্কোর সিটাডেলে ইউক্রেন হামলা চালিয়েছে।
‘কিয়েভ ও ওয়াশিংটনের এটিকে (ক্রেমলিনে হামলা) অস্বীকার করার প্রচেষ্টা একেবারেই হাস্যকর। আমরা খুব ভালো করেই জানি, এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সিদ্ধান্ত কিয়েভে নয়, ওয়াশিংটনে নেয়া হয়’, বলেন পেসকভ।
তবে এই অভিযোগের উপযুক্ত প্রমাণ দিতে পারেননি তিনি।
ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, এমন কর্মকাণ্ডের জবাব দেয়ার অধিকার ক্রেমলিনের আছে। সুষ্ঠু তদন্তসাপেক্ষে এ বিষয়ে বিবেচনা করা হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের হামলার অবশ্যই উপযুক্ত জবাব দেয়া হবে। ১৫ মাস ধরে চলা এই যুদ্ধের অবসানে কিয়েভের কোনো ইচ্ছা নেই।