আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির সুমাত্রা দ্বীপের পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে রয়টার্স।
শক্তিশালী ভূমিকম্পের পর দু ঘণ্টার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে রোববার রোববার সকালে ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাতু এলাকায় আঘাত হানে ৬ দশমিক ১ এবং ৫ দশমিক ৮ মাত্রার দুটি ভূমিকম্প।
ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি জানিয়েছে, মঙ্গলবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৮৪ কিলোমিটার অভ্যন্তরে। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শক হয়েছে।
এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহরি জানান, পশ্চিম সুমাত্রার রাজধানী প্যাডংয়ে ভূমিকম্পটি সবচেয়ে তীব্র ভাবে অনুভূত হয়েছিল। সেখানে অন্তত ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হয়।