তাপমাত্রা ধরে রাখা গ্রিনহাউস গ্যাসের রেকর্ড পর্যায়ের বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে খরা, বন্যা ও দাবদাহের মতো দুর্যোগগুলো বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।
সংস্থাটি তাদের ২০২২ সালের প্রতিবেদনে উল্লিখিত তথ্য জানিয়ে বলেছে, দাবদাহের কারণে গত বছর ইউরোপজুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ হাজার ৭০০ মানুষের।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘের অধীন ডব্লিউএমও বিভিন্ন স্থান থেকে চলমান ঘটনাগুলোর ডেটার ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে। এতে উঠে আসে, ২০২২ সালে বায়ুমণ্ডলে তিনটি গ্রিনহাউস গ্যাস (কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড) নিঃসরণ বৃদ্ধি অব্যাহত ছিল।
প্রতিবেদনে বলা হয়, খরা, বন্যা ও দাবদাহের প্রভাব পড়ে সব মহাদেশের লোকজনের ওপর। এসব দুর্যোগে শত শত কোটি ডলারের ক্ষতি হয়।
এতে বলা হয়, অ্যান্টার্কটিকার সাগরে বরফ এ যাবতকালের সর্বোচ্চ কমেছে। ইউরোপের কিছু হিমবাহ গলে আক্ষরিক অর্থেই বেশ উচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ডব্লিউএমওর প্রতিবেদন অনুযায়ী, গত আট বছরের গড় বৈশ্বিক তাপমাত্রা স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি। ২০২২ সালের তাপমাত্রা ছিল ১৮৫০ থেকে ১৯০০ সালের গড় তাপমাত্রার চেয়ে ১ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।