চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত।
বুধবার জাতিসংঘ প্রকাশিত ডেটা অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ। বিপরীতে চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ১৯৫০ সালে জনসংখ্যার ডেটা সংগ্রহ শুরুর পর এবারই প্রথম জাতিসংঘের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় শীর্ষে উঠে এলো ভারত।
এতে বলা হয়, ১৯৬০ সালের পর ২০২২ সালে প্রথমবারের মতো জনসংখ্যা কমে চীনে। ৬ দশক আগে ওই বছরে মাও সেতুংয়ের কৃষি নীতির কারণে অনাহারে মৃত্যু হয়েছিল লাখ লাখ মানুষের।
জন্মহার কমায় চীনে সাম্প্রতিক বছরগুলোতে হ্রাস পেয়েছে জনসংখ্যা। এমন বাস্তবতায় জন্মহার বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে বেশ কিছু অঞ্চল, তবে রাষ্ট্রীয় উদ্যোগেও জন্মহার বাড়ানো সম্ভব হচ্ছে না।
ভারতে জনসংখ্যা কত, তা নিয়ে রাষ্ট্রীয় সাম্প্রতিক কোনো ডেটা নেই। দেশটি ২০১১ সালের পর কোনো আদমশুমারি করেনি।
ভারতে এক দশকের মধ্যে একমাত্র আদমশুমারিটি হওয়ার কথা ছিল ২০২১ সালে, তবে করোনাভাইরাস মহামারির কারণে সেটি পিছিয়ে যায়।