৯২ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ের করার ঘোষণা ও পরে তা থেকে সরে এসে সম্প্রতি আলোচনার জন্ম দেন মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডক। এবার জানা গেল, সাবেক স্ত্রী জেরি হলকে মাত্র ১১ শব্দের ইমেইল দিয়ে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন এই ধনকুবের।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদনে মারডকের পাঠানো সেই মেইলের বিষয়টি তুলে ধরা হয়েছে।
হলকে লেখা ওই ইমেইলে মারডক লেখেন, আমরা অবশ্যই কিছু ভালো সময় কাটিয়েছি, কিন্তু আমার অনেক কিছু করার আছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বিয়ের ছয় বছর পর ২০২২ সালের আগস্টে চতুর্থ স্ত্রী হলের সঙ্গে বিচ্ছেদ হয় মারডকের। ওই সময় হল যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের বাড়িতে তার স্বামীর জন্যই অপেক্ষা করছিলেন। সেই সময় তিনি আকস্মিকভাবে ওই ইমেইলটি পান।
সম্প্রতি সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথের সঙ্গে বাগদান সেরেছিলেন মারডক। আগামী গ্রীষ্মে তাদের বিয়েরও কথা ছিল, কিন্তু স্মিথের খ্রিষ্টীয় রক্ষণশীল চিন্তাধারা নিয়ে মারডক অস্বস্তিতে পড়েছেন। আর এতে বিয়ে ভেঙে দেন তিনি। এর আগে তিনি প্যাট্রিসিয়া বুকার , সাংবাদিক আন্না মান , চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংক এবং অভিনেত্রী-মডেল জেরি হলকে বিয়ে করেন।
২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন মারডুক। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক তিনি ও তার পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও নিউইয়র্ক টাইমসের মালিক মারডক।