বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রকেটের জবাবে সিরিয়ায় গোলা ইসরায়েলের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ এপ্রিল, ২০২৩ ০৮:৫৩

ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, রকেট ছোড়া কিংবা গোলাবর্ষণের বিষয়ে সিরিয়া সরকার তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।

সিরিয়া থেকে কয়েকটি রকেট ছোড়ার জবাবে আরব দেশটিতে গোলাবর্ষণ করার কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে ফিলিস্তিনের গাজা, লেবানন, দখলকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সহিংসতার মধ্যে শনিবার গভীর রাতে পাল্টাপাল্টি এ হামলা হলো।

ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, রকেট ছোড়া কিংবা গোলাবর্ষণের বিষয়ে সিরিয়া সরকার তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, রকেট ছোড়ার জবাবে সিরিয়ায় গোলাবর্ষণের পাশাপাশি ড্রোন হামলা চালানো হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, শনিবার গভীর রাতে সিরিয়ার ভূখণ্ড থেকে দুই দফা রকেট ছোড়া হয়। প্রথম দফায় তিনটি রকেট ছোড়া হয়, যার একটি পড়ে ইসরায়েলের দখলকৃত গোলান উপত্যকায়।

দ্বিতীয় দফায় সিরিয়া থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে তিনটি রকেট ছোড়া হয়। সে সময় রকেট পড়া অঞ্চলে সাইরেন বাজানো হয়। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

লেবাননভিত্তিক আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস এ রকেট ছোড়ার দাবি করেছে।

এ বিভাগের আরো খবর