বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ন্যাটোতে ফিনল্যান্ড, হুঁশিয়ারি রাশিয়ার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ এপ্রিল, ২০২৩ ২১:৫২

ন্যাটোর মহাসচিব জিনস স্টলটেনবার্গ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এই জোটের নতুন সদস্য ফিনল্যান্ডকে স্বাগত জানাচ্ছি।’ ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ফিনল্যান্ডে ন্যাটো সেনা সমাবেশ ঘটালে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

আনুষ্ঠানিকভাবে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর ৩১তম সদস্য হলো রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড। এ নিয়ে এরইমধ্যে অসন্তুষ্টি প্রকাশ করেছে মস্কো।

ন্যাটোর মহাসচিব জিনস স্টলটেনবার্গ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এই জোটের নতুন সদস্য ফিনল্যান্ডকে স্বাগত জানাচ্ছি।’ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ফিনল্যান্ডে ন্যাটো সেনা সমাবেশ ঘটালে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

এ নিয়ে সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ‘ ফিনল্যান্ডে ন্যাটো সামরিক ঘাঁটি করলে যদি সেটি রাশিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে মস্কো উপযুক্ত জবাব দেবে।’১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী ১১টি দেশ নিয়ে গঠিত হয় সামরিক জোট ন্যাটো। এই জোটের মূল লক্ষ্য ছিল- যুক্তরাষ্ট্র ও ইউরোপের শিল্পোন্নত দেশগুলোতে সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকানো।

যুক্তরাষ্ট্র ও ইউরোপকে জবাব দিতে নিজেদের মিত্রদের নিয়ে ওয়ারশ প্যাক্ট নামের পাল্টা একটি ‍সামরিক জোট গঠন করেছিল সোভিয়েত ইউনিয়ন, কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সেই জোট বিলুপ্ত হয়ে যায়।

সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর এই ন্যাটোর সদস্যরাষ্ট্রের সংখ্যা আরও বাড়তে থাকে। বর্তমানে সামরিক জোটটির সদস্যরাষ্ট্রের সংখ্যা ৩১।

এ বিভাগের আরো খবর