বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার সেই শিশুর মায়ের খোঁজ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ এপ্রিল, ২০২৩ ১৭:২৭

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইউক্রেনের মন্ত্রী লেখেন, তুরস্কে ভূমিকম্পের পর ১২৮ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে কাটিয়ে দেয়া সেই শিশুর ছবিটার কথা মনে আছে । শিশুটির মা মারা গেছে বলে খবর বেরিয়েছিল। তবে খুশির খবর হলো, সে জীবিত আছেন।

গত ফেব্রুয়ারির শক্তিশালী ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর তুরস্কের হাতায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া দুই মাসের শিশুটির মায়ের খোঁজ পাওয়া গেছে। এমনটি দাবি করেছেন ইউক্রেনের মন্ত্রী অ্যান্টন গেরাশচেঙ্কো।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে গেরাশচেঙ্কো লেখেন, তুরস্কে ভূমিকম্পের পর ১২৮ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে কাটিয়ে দেয়া সেই শিশুর ছবিটার কথা মনে আছে । শিশুটির মা মারা গেছেন বলে খবর বেরিয়েছিল। তবে খুশির খবর হলো, সে জীবিত আছেন। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ডিএনএ পরীক্ষা করার পর ৫৪ দিন শিশুটি তার মায়ের কোলে ফিরেছে।

এ ঘটনাকে অলৌকিক বলে আখ্যা দিয়েছে অনেক টুইটার ব্যবহারকারী।

একজন সামাজিক যোগাযোগমাধ্যমটিতে লিখেছেন, এ খবরে আমি খুব খুশি।

আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ঘটনাটি হৃদয়বিদারক ছিল তবে আজকে আমি খুব খুশি। গত ফেব্রুয়ারিতে তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। ধ্বংস হয় প্রায় ৬ হাজার ভবন। ১৯৩৯ সালের পর এটি ছিল তুরস্কে হওয়া সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।

এ বিভাগের আরো খবর