বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যে কারণে রাশিয়া যাচ্ছেন শি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ মার্চ, ২০২৩ ১৭:০১

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে রাশিয়া যাবেন চিনপিং। ইউক্রেন সংকটসহ আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুতে চীন বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী সপ্তাহে দেশটি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়টি জানায়, পুতিনের আমন্ত্রণ গ্রহণ করে আগামী ২০ মার্চ মস্কোয় যাবেন চিনপিং। ২২ মার্চ পর্যন্ত দেশটিতে থাকবেন তিনি।

এ নিয়ে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে রাশিয়া যাবেন চিনপিং। ইউক্রেন সংকটসহ আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুতে চীন বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বশক্তির দৃশ্যমান বিভাজনের মধ্যে চার বছর পর রাশিয়ায় চিনপিংয়ের এ সফর বিশেষ গুরুত্ব বহন করছেন বিশ্লেষকরা। রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, চিনপিংয়ের সফরকালে রাশিয়া ও চীনের মধ্যকার বিস্তৃত অংশীদারত্ব ও কৌশলগত যোগাযোগ আরও জোরদারের বিষয়ে আলাপ করবেন দুই নেতা। আন্তর্জাতিক পরিসরে রাশিয়া ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও তারা মতবিনিময় করবেন।

দুই নেতা দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ নথিতেও সই করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

গত বছর শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈশ্বিক শক্তিগুলোর বিভাজন স্পষ্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমারা ইউক্রেনের পক্ষ নিলেও চীনের অবস্থান ভিন্ন। তারা ‌‘সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা’ জানিয়ে এলেও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।

এ বিভাগের আরো খবর