রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী সপ্তাহে দেশটি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়টি জানায়, পুতিনের আমন্ত্রণ গ্রহণ করে আগামী ২০ মার্চ মস্কোয় যাবেন চিনপিং। ২২ মার্চ পর্যন্ত দেশটিতে থাকবেন তিনি।
এ নিয়ে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে রাশিয়া যাবেন চিনপিং। ইউক্রেন সংকটসহ আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুতে চীন বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বশক্তির দৃশ্যমান বিভাজনের মধ্যে চার বছর পর রাশিয়ায় চিনপিংয়ের এ সফর বিশেষ গুরুত্ব বহন করছেন বিশ্লেষকরা। রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, চিনপিংয়ের সফরকালে রাশিয়া ও চীনের মধ্যকার বিস্তৃত অংশীদারত্ব ও কৌশলগত যোগাযোগ আরও জোরদারের বিষয়ে আলাপ করবেন দুই নেতা। আন্তর্জাতিক পরিসরে রাশিয়া ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও তারা মতবিনিময় করবেন।
দুই নেতা দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ নথিতেও সই করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
গত বছর শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈশ্বিক শক্তিগুলোর বিভাজন স্পষ্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমারা ইউক্রেনের পক্ষ নিলেও চীনের অবস্থান ভিন্ন। তারা ‘সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা’ জানিয়ে এলেও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।