প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন এক ব্যক্তি। এ ঘটনায় হয়েছিল মামলাও। তবে শেষ পর্যন্ত স্বামীর সঙ্গ পেতে স্ত্রীরা নিজেদের মধ্যে চুক্তি করেছেন।
এ চুক্তি অনুযায়ী, প্রত্যেক স্ত্রী নিজেদের আলাদা বাড়িতে তার স্বামীকে তিন দিন করে পাবেন। আর সপ্তাহের এক দিন স্বামী নিজের পছন্দ মতো স্ত্রীর সঙ্গে থাকবেন।
ভারতের গোয়ালিয়রে ঘটেছে এমন ঘটনা ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
যদিও এ চুক্তি হিন্দু আইন অনুযায়ী অবৈধ বলে জানিয়েছেন এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী হারিশ দিওয়ান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বহুজাতিক কোম্পানিতে চাকরিরত প্রকৌশলী এক যুবক ২০১৮ সালে প্রথম বিয়ে করেন। এ ঘরে একট ছেলে সন্তানও আছে। করোনা মহামারি শুরু হলে ওই যুবক স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়িতে রেখে আসেন। তবে চাকরির জন্য তার সেখানে থাকা হয়নি।
সে সময় তিনি তার এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করেন। তাদের কোল জুড়ে আসে একটি মেয়ে সন্তান। বিষয়টি প্রথম স্ত্রীর কাছে পুরোপুরি গোপন রাখেন ওই যুবক।
কিন্তু একপর্যায়ে প্রথম স্ত্রীর কাছে ধরা পড়ে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই নারী তার স্বামীর কর্মস্থলে গিয়ে প্রতিবাদ করেন এবং একটি মামলা দায়ের করেন।
পরে তার স্বামীকে ডেকে আদালতে ডেকে এনে কাউন্সেলিং করা হয়। তখন তিনি সাফ জানিয়ে দেন যে, দ্বিতীয় স্ত্রীকে ছাড়তে পারবেন না।
এমন পরিস্থিতিতে ওই যুবকের দুই স্ত্রীকেও কাউন্সেলিং করা হয়, কিন্তু তারাও তাদের স্বামীকে ছাড়তে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত তিনজনই চুক্তিতে পৌঁছাতে রাজি হয়।
হারিশ দিওয়ান জানান, ওই ব্যক্তি দুই স্ত্রীকেই আলাদা দুটি ফ্ল্যাট দিয়েছেন ও নিজের বেতন সমানভাবে ভাগ করে দেয়ার বিষয়ে রাজি হয়েছেন।