পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক যুবক। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেল তার পাকস্থলীতে আটকে আছে আস্ত এক মদের বোতল। শেষ পর্যন্ত আড়াই ঘণ্টা অস্ত্রোপচার করে সেই মদের বোতল বের করলেন চিকিৎসকরা।
ঘটনাটি ঘটেছে নেপালের রৌতাহাট জেলার গুজারা পৌরসভাতে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পাঁচ দিন আগে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন নুরসাদ মানসুরি নামের ওই যুবক। চিকিৎসকদের ধারণা, মাতাল অবস্থায় ২৬ বছর বয়সী ওই যুবকের মলদ্বার দিয়ে বোতলটি ঢোকানো হয়।
একজন চিকিৎসক বলেন, বোতলটি তার অন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে,তবে এখন সে শঙ্কামুক্ত।
এ ঘটনায় শেখ শামীম নামে নুরসাদের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, শামীমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
রৌতাহাট পুলিশের কর্মকর্তা বীর বাহাদুর বুধা মাগার বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’