রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুতনিক ৫-এর উদ্ভাবক দলের শীর্ষ বিজ্ঞানী আন্দ্রেই বোতিকোভের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এরইধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে
স্থানীয় সময় শুক্রবার মস্কোর একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রুশ বার্তা সংস্থা তাস বা টিএসএসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অন্যতম শীর্ষ বিজ্ঞানী দেশটির রাষ্ট্রীয় গবেষণা সংস্থা গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের ইকোলজি অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের জেষ্ঠ্য গবেষক ছিলেন।
২০২০ সালে স্পুতনিক-৫ টিকা উদ্ভাবক ১৮ জনের দলের অন্যতম সদস্য ছিলেন আন্দ্রেই বোতিকোভ।
টিকা উদ্ভাবনী দলের সদস্য হওয়ায় তাকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব মেরিট ফর দ্য ফাদারল্যান্ড প্রদান করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, ফ্ল্যাটে বোতিকোভের সঙ্গে গ্রেপ্তার হওয়া ২৯ বছর বয়সী ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই বিজ্ঞানীর গলায় বেল্ট পেঁচিয়ে ধরেছিলেন তিনি। পরে বোতিকোভ মারা গেলে তিনি ফ্ল্যাট থেকে পালিয়ে যান।
এই হত্যাকাণ্ডের তদন্তে এরইমধ্যে একটি কমিটি গঠন করেছে রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কমিটির সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই ব্যক্তি বোতিকোভকে হত্যার কথা স্বীকার করেছেন।