ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ৩ কোটি পাউন্ড ( বাংলাদেশি টাকায় ৩ হাজার ৮৬ কোটি) মূল্যের একটি রুশ গোয়েন্দা উড়োজাহাজা বেলারুশ ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, ড্রোন হামলায় একটি সেনাবাহিনীর দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ নিয়ে রাশিয়া বা বেলারুশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ধারণা করা হচ্ছে, বেলারুশের সরকারবিরোধী ইউক্রেন সমর্থকরাই এ হামলা চালিয়েছে। রাশিয়ার সেন্টা পিটার্সবার্গ শহরে ড্রোন দেখার পর স্থানীয় একটি বিমানবন্দর মঙ্গলবার সাময়িকভাবে বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই এ হামলাটি হয়।
এডব্লিউএসিএস বেরিভ এ-ফিফটিইউ সিরিজের গোয়েন্দা উড়োজাহাজটি গত ১৩ ডিসেম্বর বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছায়। গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে স্পাই প্লেনটি বোমা শনাক্তের কাজ করত।