চুমু খাওয়ার নতুন একটি যন্ত্র উদ্ভাবন করে আলোচনায় উঠে এসেছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে যন্ত্রটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যন্ত্রটি উদ্ভাবন করেছে চীনের জিয়াংশু প্রদেশের চ্যাংঝৌ ভকেশনাল ইনস্টিটিউট অব মেকাট্রনিক টেকনোলজি। এর বিজ্ঞাপনে বলা হয়, দূরে থাকা দম্পতিরাও বাস্তব শারীরিক সম্পর্কের অনুভূতি পাবেন। যন্ত্রটিতে একটি সিলিকনের ঠোঁট ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে বিশেষ একটি সেন্সর, যা ঠোঁটকে চেপে ধরবে। সেই সঙ্গে একজন ব্যবহারকারী সঙ্গীর ঠোঁটের মতোই উষ্ণতা ও নড়াচড়াও অনুভব করতে পারবেন এই যন্ত্রের মাধ্যমে।
যন্ত্রটি ব্যবহারের জন্য একজন ব্যবহারকারী ও তার সঙ্গীকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমে যন্ত্রটিকে সংযুক্ত করে একজন তার সঙ্গীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবে এবং চুমু পাঠাতে পারবে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ যন্ত্রটির উদ্ভাবন করেছে জিয়াং ঝোংলি।
তিনি বলেন, আমার বান্ধবীর সঙ্গে আমি অনেক দূর থেকে প্রেম করতাম। তখন আমরা কেবল ফোনের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতাম। সেখান থেকেই এই যন্ত্র তৈরির অনুপ্রেরণা পেয়েছি। জিয়াং জানান, ২০১৯ সালে তিনি এই ডিভাইসটির জন্য পেটেন্টের আবেদন করেছিলেন, কিন্তু ২০২৩ সালে সেই পেটেন্টের মেয়াদ শেষ হয়ে যায়। এখন অন্য কেউ ডিভাইসটি পরিবর্ধন এবং ডিজাইনকে আরও সমৃদ্ধ করতে পারবে বলে আশা প্রকাশ করে তিনি।
এদিকে এ যন্ত্র নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই যন্ত্রটিকে অশ্লীল বলে আখ্যায়িত করেছেন। অনেকে আবার এ যন্ত্র দেখে বিস্ময় প্রকাশ করেছেন।