বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুরস্ক সিরিয়ায় ভূমিকম্প: ৫০ হাজার ছাড়াল মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৯

ভূমিকম্পপ্রবণ তুরস্কে ৬ ফেব্রুয়ারির ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২১৮ হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সীমান্তবর্তী দেশ সিরিয়ায় এ সংখ্যা ৫ হাজার আট শর বেশি।

শতাব্দীর অন্যতম প্রাণঘাতী ভূমিকম্পে তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে।

ভূমিকম্পপ্রবণ তুরস্কে ৬ ফেব্রুয়ারির ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২১৮ হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সীমান্তবর্তী দেশ সিরিয়ায় এ সংখ্যা ৫ হাজার আট শর বেশি।

এএফএডি আরও জানিয়েছে, কাহরামানমারাস প্রদেশে আঘাত হানা ওই ভূমিকম্পের পর ৯ হাজার ১৩৬টি কম্পন হয়েছে।

তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে, ভূমিকম্পে বাস্তুহারা লোকজনের জন্য বাড়ি নির্মাণের লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে ১ লাখ ৬০ হাজারের বেশি ভবন ধসে গেছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনে ৫ লাখ ২০ হাজার ফ্ল্যাট ছিল।

বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রাথমিকভাবে তুরস্ক সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ২ লাখ ফ্ল্যাট ও ৭০ হাজার গ্রামীণ বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে। এ খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে কমপক্ষে দেড় হাজার কোটি ডলার, তবে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংক জেপি মর্গানের হিসাব অনুযায়ী, বাড়ি ও অবকাঠামো নির্মাণে তুরস্ক সরকারকে আড়াই হাজার কোটি ডলার খরচ করতে হবে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির পক্ষ থেকে বলা হয়, ‍তুরস্কে ১৫ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে, যাদের জন্য ৫ লাখ নতুন বাড়ি দরকার।

এ বিভাগের আরো খবর