ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এক বছর ধরে চলা যুদ্ধে বিরতির আহ্বান জানিয়ে চীন বলেছে, দুই পক্ষের মধ্যকার উত্তেজনা ধারাবাহিক প্রশমনের মধ্য দিয়ে খুলবে শান্তির পথ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া ‘বিশেষ সামরিক অভিযানের’ বার্ষিকীতে ১২ দফা প্রস্তাবে চীন এমন আহ্বান জানায়।
যুদ্ধের এক বছরে দুই পক্ষের লাখো সেনা প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ইউক্রেনের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ। দৃশ্যত অন্তহীন এ যুদ্ধের বড় ধাক্কা লেগেছে দুই দেশের অর্থনীতিতে।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সকালে দফাগুলো প্রকাশ করে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়।
দফাগুলোতে রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা তুলে নেয়ার তাগিদ দেয় চীন। দেশটি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডোর স্থাপনের ওপর জোর দেয়। একই সঙ্গে ইউক্রেন থেকে শস্য রপ্তানি নিশ্চিতের পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় বৈশ্বিক পরাশক্তিটি।
১২ দফা প্রকাশের দিনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘সংঘাত ও যুদ্ধে কারও লাভ নেই।’
এতে আরও বলা হয়, সব পক্ষকে যৌক্তিক আচরণের পাশাপাশি সংযম প্রদর্শন করতে হবে। সংঘাতকে আরও অবনতির দিকে ঠেলে দেয়া কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে হবে।