মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের চীন সীমান্তের কাছাকাছি এলাকায় ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
চায়না আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টারের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ১০ কিলোমিটার।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, চীনের নিকটতম সীমান্ত থেকে তাজিকিস্তানের প্রায় ৮২ কিলোমিটার অভ্যন্তরে ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে কেঁপে উঠে চীনের শিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলীয় কাশগর ও আরতুক্স এলাকা।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার প্রায় তিন সপ্তাহ পর বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠল তাজিকিস্তান।
তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে ৪৯ হাজার ছাড়িয়েছে।
ভূমিকম্পের পরও ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছে তুরস্কজুড়ে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর থেকে দেশটিতে ৭ হাজার দুই শর বেশি কম্পন অনুভূত হয়।